গোপালগঞ্জে আরও তিন আওয়ামী লীগ নেতার পদত্যাগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক অসুস্থতা ও অজান্তে পদ পাওয়ার কথা বলে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিন আওয়ামী লীগ নেতা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ার মধুমতি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন করে এমন ঘোষনা দেন তারা।
পদত্যাগকারীরা হলেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ডের সহ-সভাপতি দিলীপ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক লিপু সাহা, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গোবিন্দ সাহা।
লিখিত বক্তব্যে দিলীপ সরকার বলেন, আমি টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলাম। কিন্তু কিডনি সহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে দল থেকে পদত্যাগ করছি। আগামীতেও কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত হবো না।
সংবাদ সম্মেলনে লিপু সাহা ও গোবিন্দ সাহা বলেন, আমরা কখনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না। কারন আমরা পূর্বপুরুষ থেকেই ব্যবসায়ী। কে বা কারা আমাদের নাম আওয়ামী লীগের কমিটিতে নাম দিয়েছে তাও জানিনা। তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছি।
জানা যায়, গত ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সংবাদ সম্মেলন করে টুঙ্গিপাড়ায় মোট ৩৩ জন আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।