ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু

৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ AM
ভেকু

ভেকু © সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলায় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে মো. ইমাম হোসেন নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার লালমোহন সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ চলাকালে হঠাৎ ভেকুটির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে উল্টে যায়। এতে ভেকুর ভেতরেই আটকা পড়েন চালক ইমাম হোসেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে।

উদ্ধার শেষে দ্রুত তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমাম হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমাম হোসেন উপজেলার নাজিরপুর গ্রামের মো. হারুনের ছেলে। দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্য ও স্বজনরা শোকাহত হয়ে পড়েছেন।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে মামলা করা হবে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‘বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
তারেক রহমান-জামায়াত আমিরের চেয়েও নাহিদের বার্ষিক আয় বেশি!
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘কোন দলকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করেন’-বিচিত্রার প্রশ্…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখ লাখ মানুষের জনস্রোত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
১৯৮১ সালের ২ জুন বনাম ২০২৫-এর ৩১ ডিসেম্বর
  • ৩১ ডিসেম্বর ২০২৫