অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগ কারাদণ্ড ও জরিমানা

৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ AM
অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন

অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে পৃথক দুটি মামলায় দেড় লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেবের নেতৃত্বে উপজেলার বদরখালী ইউনিয়নের নতুন ঘোনা রাস্তার পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত মো. শফিকুল ইসলামকে এক 
মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় পৃথক আরেকটি মামলায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ডাম্পার মালিক মো. আব্দুল করিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া চকরিয়ার ডুলাহাজরা এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে মো. আইয়ুব নামের আরেক ডাম্পার মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওইসব এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব কার্যক্রমের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জনসাধারণের চলাচলে বিঘ্ন ও বিভিন্ন ঝুঁকি সৃষ্টি হচ্ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ণ দেব বলেন, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
তারেক রহমান-জামায়াত আমিরের চেয়েও নাহিদের বার্ষিক আয় বেশি!
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘কোন দলকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করেন’-বিচিত্রার প্রশ্…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখ লাখ মানুষের জনস্রোত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
১৯৮১ সালের ২ জুন বনাম ২০২৫-এর ৩১ ডিসেম্বর
  • ৩১ ডিসেম্বর ২০২৫