২৮ ডিসেম্বর ২০২৫, ২০:৩৯
আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে রাজধানীতে ব্যবসায়ীদের বিক্ষোভ
রাজধানীর কাওরান বাজারে আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে বিক্ষোভ মিছিলটি কাওরানবাজার পেট্রোবাংলার সামনে থেকে শুরু হয়ে ফলপট্টি গিয়ে শেষ হয়। এ সময় আওয়ামী দোসরদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন ব্যবসায়ীরা।
বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ব্যবসায়ীরা বলেন, পতিত স্বৈরাচারী আমলে আওয়ামী লীগের চাঁদাবাজ ও দখলবাজরা যেভাবে কাওরানবাজারে দখলবাজি করেছিল, তারা আবারও একইভাবে চাঁদাবাজদের একত্রিত করে ব্যবসায়ীদের হুমকি-ধমকি দিচ্ছেন। পাশাপাশি বিএনপিতে হেয় প্রতিপন্ন করতে দলের কয়েক নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
তারা আরও বলেন, কাওরানবাজারে ৫ আগস্টের পর আওয়ামী চাঁদাবাজরা গা ঢাকা দিলেও আওয়ামী লীগের কয়েকজন চিহ্নিত ব্যবসায়ীদের ইন্ধনে তারা আবারও দখলবাজি করার অপচেষ্টা করছে।