২৮ ডিসেম্বর ২০২৫, ২০:৩৬
চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিল বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি মনোনীত বিএনপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। আজ রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় তিনি চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফাসহ দলের অন্য নেতাকর্মীরা।
এ সময় শেখ ফরিদ আহমেদ মানিক জেলাবাসীর উদ্দেশে বলেন, ‘আমি জনগণের সেবক হয়ে থাকতে চাই।’
উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত একক প্রার্থী হিসেবে শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচন করতে যাচ্ছেন।