হাদির হত্যার বিচার দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ ও বিপ্লবী ছাত্র-জনতা।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত টঙ্গী কলেজগেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলে। প্রায় আড়াই ঘণ্টা অবরোধের পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুরোধে আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে দেশের নিরাপত্তা ব্যবস্থা ও সাধারণ মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে।
ইনকিলাব মঞ্চের নেতারা জানান, এটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি পালন করা হয়েছে। দ্রুত তদন্ত সম্পন্ন করে হত্যাকারীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।