২৬ ডিসেম্বর ২০২৫, ১৮:১০

যশোর-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন, কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল

ইকবাল হোসেনের অনুসারীদের বিক্ষোভ মিছিল  © টিডিসি

যশোর-৫ (মনিরামপুর) আসনে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত ঘিরে বিএনপির ভেতরে চরম অসন্তোষ দেখা দিয়েছে। হাইকমান্ডের সিদ্ধান্তের প্রতিবাদে কাফনের কাপড় বেঁধে রাজপথে নেমেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। প্রাথমিক মনোনীত প্রার্থী ইকবাল হোসেনকে বদল করে নতুন করে রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে মনিরামপুর বিএনপির একাংশের নেতাকর্মীরা ‘অবৈধ মনোনয়ন মানি না মানব না’ স্লোগানে বিক্ষোভ মিছিল করেছে। প্রতিবাদ মিছিলে মাথায় কাফনের কাপড় বেঁধে অংশ নিতে দেখা যায় নেতাকর্মীদের। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফারুক, পৌর সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান।

মনোনয়ন পরিবর্তন করে পুনরায় শহীদ ইকবালকে বহাল না করা হলে আগামীকাল (শনিবার) বেলা ৩টায় পুনরায় মনিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ডাক দেন মনিরামপুর পৌর বিএনপির সম্পাদক আব্দুল হাই।

নেতাকর্মীরা জানান, চলতি মাসের ৪ ডিসেম্বর আসনটিতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ঘোষণা করা হয় মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে। এরপর জোট সমঝোতায় গত বুধবার (২৪ ডিসেম্বর) ঐক্যজোটের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় জমিয়তে ওলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে।