ভাঙ্গুড়ায় সংবাদ সম্মেলন আওয়ামী লীগ নেতার পদত্যাগ
পাবনার ভাঙ্গুড়ায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাদল আকন্দ সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৬ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভাঙ্গুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।
বাদল ভাঙ্গুড়া পৌর সদরের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের মৃত আমজাদ হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে বাদল আকন্দ জানান, তিনি ভাঙ্গুড়া বাজারের থাই ও অ্যালুমনিয়ামের একজন ব্যবসায়ী। ভাঙ্গুড়া বাজারের উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশে তার ব্যবসা প্রতিষ্ঠান হওয়ার কারণে বিভিন্ন সময়ে তিনি দলীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু সম্প্রতি তিনি শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে দলীয় কোনো কর্মকাণ্ডে নিজেকে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করেন। এবং সেই ধারাবাহিকতায় তিনি সংবাদ সম্মেলন করে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ ও দলের যাবতীয় কর্মকাণ্ড থেকে পদত্যাগ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবিষ্যতে তিনি অন্য কোন দল কিংবা অন্য কোন দলের রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করার কোনো ইচ্ছা বা আগ্রহ নেই।