আনোয়ারায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আবারও পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলপুর গ্রামের তালুকদার বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সাইফা নুর সোহা (২)। সে ওই এলাকার প্রবাসী মো. সুমনের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উপমা জানান, দুপুরে দুই বছর বয়সী এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় খেলার সময় পরিবারের চোখের আড়ালে গিয়ে পানিতে ডুবে দেড় বছর বয়সী আরেক কন্যা শিশুর মৃত্যু হয়। কয়েক দিনের ব্যবধানে দুটি শিশুমৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ বাড়িয়েছে।