ফজরের পরই কোলাহল, লক্ষ্মীপুরে কোটি টাকার সবজির বেচাকেনা
লক্ষ্মীপুরের পিয়ারাপুরে ভোর মানেই সবজির হাট। ফজরের নামাজ শেষ হতেই শুরু হয় কোলাহল, দরদাম আর সবুজের বর্ণিল উৎসব। প্রতিদিন প্রায় কোটি টাকার সবজির বেচাকেনা হয় এখানে।
লক্ষ্মীপুর শহর থেকে তিন কিলোমিটার দক্ষিণে রামগতি-লক্ষ্মীপুর সড়কের পাশে পিয়ারাপুর বাজার। ব্রিজের উত্তর প্রান্তে বসে জেলার সবচেয়ে বড় এই পাইকারি সবজির হাট। ভালো যোগাযোগ ব্যবস্থার কারণে দূর-দূরান্ত থেকে পাইকাররা ট্রলি, পিকআপভ্যান ও ট্রাকভরে সবজি কিনে নিয়ে যান ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে।
এখনও হাটজুড়ে সবুজের সমারোহ। বাঁধাকপি, টমেটো, মূলা, গাজর, কুমড়া, আলু, শিম, কাঁচা মরিচ, লাউ, করলা, ঢেঁড়শ, ধুন্দুল, লালশাক, পুঁইশাক, পেঁপে-সবই টাটকা আর সুলভ দামে মিলছে।
সদর উপজেলার লাহারকান্দি, ভবানীগঞ্জ, আবদুল্লাহপুর, চর উভুতি, পিয়ারাপুর, মিয়ার বেড়ি, টুমচর ও কালিরচর এলাকায় ব্যাপকভাবে সবজি চাষ হয়। স্থানীয় কৃষকেরা জানান, সারাবছর বিভিন্ন মৌসুমি সবজি উৎপাদন করে সরাসরি হাটে এনে পাইকারদের কাছে বিক্রি করেন। এতে নগদ টাকায় ভালো লাভ হয়।
আব্দুর রহিম নামে এক ব্যবসায়ী জানান, ফজরের পর থেকে দিনের সাড়ে আটটা-নয়টা পর্যন্ত জমজমাট থাকে এ বাজার। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে মাল কিনে নিয়ে যান।
প্রতিদিন ভোরে হাট ঘিরে জমে ওঠে এক অনন্য কর্মচাঞ্চল্য। কারও হাতে মাটির গন্ধ, কারও চোখে নতুন আশার আলো। পিয়ারাপুরের ভোর তাই শুধু সূর্যোদয়ের নয়-এ যেন কৃষকের মুখে হাসি ফোটানোর সকাল।