চট্টগ্রাম-১৩ আসনে এনডিএমের মনোনয়ন ফরম নিলেন এমরান চৌধুরী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম মহানগর সভাপতি মো. এমরান চৌধুরী চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আজ শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনডিএমের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাবেদুর রহমানের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে মো. এমরান চৌধুরী বলেন, ‘তরুণ প্রজন্ম একটি অপ্রতিরোধ্য ও উন্নয়নমুখী বাংলাদেশ দেখতে চায়। আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩। আমি নির্বাচিত হতে পারলে প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের শক্তিকে একত্র করে হিংসামুক্ত ও সহনশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তুলব, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘জনগণের আস্থা ও ভোটের রায়ের মাধ্যমে আমাকে সেবা করার সুযোগ দিলে আমি এই এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করব।’
উল্লেখ্য, চট্টগ্রাম-১৩ আসনটি জাতীয় সংসদের ৩০০টি আসনের অন্যতম এবং চট্টগ্রাম জেলার ২৯০ নম্বর সংসদীয় আসন। এই আসনটি আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নিয়ে গঠিত। স্থানীয়ভাবে মো. এমরান চৌধুরী একজন উদীয়মান রাজনৈতিক নেতা হলেও সমাজসেবক হিসেবেই তিনি বেশি সুপরিচিত।