১৯ ডিসেম্বর ২০২৫, ২০:৪২
উদীচীর কেন্দ্রীয় অফিসে আগুন, সেনা মোতায়েন
তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৭.৪২ মিনিটের দিকে এই আগুন লাগানোর ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। এ ছাড়া ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুনের বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। তিনি জানান, তোপখানা রোডের উদীচী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এটি নিয়ন্ত্রণে ৪টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।