প্রথম আলোর অফিসে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিসের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সকাল সাড়ে ৮টার দিকে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাদেরকে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।
আহত দুজন হলেন- ফায়ার ফাইটার মো. আলমগীর হোসেন (৪০) ও মো. শফিউল ইসলাম (৪২)।
ফায়ার স্টেশন কমান্ডার মিজানুর রহমান জানান, আহত দুজনই মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার। তিনি বলেন, প্রথম আলোর অফিসে আগুন নেভাতে গিয়ে পানি লাইনে সংযোগ দেয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট লাগে। এতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ভর্তি দেয়া হয়।