সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর প্রতিক্রিয়াস্বরূপ চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর চশমা হিল এলাকার ‘মেয়র গলি’ নামে পরিচিত স্থানে অবস্থিত নওফেলের পৈত্রিক বাসভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার দিকে একদল বিক্ষুব্ধ লোক বাসভবনের সামনে জড়ো হয়। পরে তারা প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাসার আঙিনা ও ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় পার্কিংয়ে থাকা একটি মোটরসাইকেলসহ কয়েকটি আসবাবপত্র পুড়ে যায়।
ঘটনার পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান গণমাধ্যমকে জানান, হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।