১৭ ডিসেম্বর ২০২৫, ২১:৪৫

গাজীপুর-৪ আসনে জামায়াত প্রার্থী সালাউদ্দিন আইউবীর মনোনয়ন ফরম সংগ্রহ

দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জামায়াতে ইসলামীর প্রার্থী সালাউদ্দিন আইউবী  © টিডিসি

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সালাউদ্দিন আইউবী দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীমের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা শামসুল আলমসহ দলীয় নেতারা।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সালাউদ্দিন আইউবী বলেন, ‘নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি মেনেই নেতাদের সঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। কাপাসিয়া উপজেলায় যেসব প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে আমরাই সর্বপ্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।’

তিনি আরও বলেন, নির্ভুল ও যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ করে আগামী এক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তা জমা দেওয়া হবে। এর আগে প্রচার-প্রচারণাসংক্রান্ত যেসব ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করা হয়েছিল, সেগুলো ইতোমধ্যে অপসারণ করা হয়েছে।

সালাউদ্দিন আইউবী অভিযোগ করে বলেন, ‘আগে আমাদের অনেক তোরণ, ব্যানার ও ফেস্টুন প্রতিপক্ষের দ্বারা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তারপরও আমরা সব ক্ষেত্রে সহনশীল রয়েছি। দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে—সবাই যেন ধৈর্য ধারণ করে শান্তিপূর্ণ ও সহনশীলভাবে প্রার্থীর পক্ষে কাজ করেন।’