১৭ ডিসেম্বর ২০২৫, ২০:১১
সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় রাজধানীর প্লাস্টিকের গোডাউনের আগুন নির্বাপণ
রাজধানীর লালবাগের ইসলামপুরের চেয়ারম্যান ঘাটে প্লাস্টিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন জানান, বুধবার দুপুর দেড়টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে লালবাগ ফায়ার স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়।
পরবর্তীতে হাজারীবাগের দুটি ও পলাশী থেকে দুটিসহ মোট ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। পরে হাজারীবাগ সদরঘাট এবং সদর ঘাট নদী ফায়ারিং স্টেশন সহ আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাড়ে ৩ ঘণ্টায় ১১ ইউনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হন।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি। আগামী কাল তদন্ত কমিটি গঠন হবে।