পিরোজপুর বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বহুবিধ কর্মসূচির আয়োজন করা হয়, যার মধ্যে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অন্তর্ভুক্ত ছিল।
দিবসের কর্মসূচি শুরু হয় মঙ্গলবারের (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা পিরোজপুর শহরের বলেশ্বর ঘাটে অবস্থিত শহিদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দেশ এবং জাতির স্বার্থে সকলের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করে উপস্থিত সকলকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
আলোচনা শেষে, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
মহান বিজয় দিবসের এই অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সমগ্র কমিউনিটির মধ্যে একাত্মতা ও জাতীয়তাবোধকে শক্তিশালী করেছে।