১৩ ডিসেম্বর ২০২৫, ২১:০৩

পাবনা জেনারেল হাসপাতালে ১০ শয্যার নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন

ফিতা কেটে নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট (স্ক্যানু) উদ্বোধন করছেন অতিথিরা। শনিবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে  © টিডিসি

সম্পূর্ণ স্থানীয় উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে ১০ শয্যার নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট (স্ক্যানু) চালু করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় শিশু বিশেষজ্ঞ ডা. নীতিশ কুমার কুন্ডু ও পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এই ইউনিট উদ্বোধন করেন।

এ সময় পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. পরিমল কুমার পাল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)পাবনা শাখার সভাপতি ডা. তসলিমুল আরেফিন রতন, পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও অর্থপেডিক্স সার্জন ডা. মাসুদুর রহমান প্রিন্স, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম , সহযোগী অধ্যাপক (দন্ত) ডা. সেরাজুল আলম রাকিব, গাইনি বিশেষজ্ঞ ডা. সারেবা সাবেরা সুলতানা আসমানী, শিশু বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফৌরদৌস প্রমুখ। 

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান জানান, অনেক সীমাবদ্ধতার মধ্যে স্থানীয়ভাবে এই গুরুত্বপুর্ণ ইউনিট চালু করা হয়েছে। এই মহতি কাজে ড্যাবসহ কয়েকজন চিকিৎসক সহযোগিতা করেছেন। 

তিনি বলেন, ‘এই ইউনিটের মাধ্যমে সংকটাপন্ন অনেক শিশুকে সুচিকিৎসা দিয়ে সুস্থ করা যাবে বলে আমরা আশা করি।’

শিশু বিশেষজ্ঞ ডা. নীতিশ কুমার কুন্ডু বলেন, ‘একটি হাসপাতালের জন্য এই ইউনিট অত্যন্ত জরুরি ছিল। শিশুদের জন্মের পর জন্ডিসে আক্রান্ত হওয়া, নির্ধারিত তারিখের আগেই বা প্রিম্যাচিউরড (অপুষ্ট)-সহ যেসব শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহন করে সেসব শিশুদের এই ইউনিটে সুচিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা যাবে।’

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, ‘সদিচ্ছা থাকলে আমরা যে ভাল কিছু করতে পারি-এটি তার একটি মহতি উদাহরণ। তিনি জনস্বার্থে এসব ভাল কাজে সমাজের বিত্তবানদের উদারভাবে এগিয়ে আসার আহবান জানান।’