গোপালগঞ্জে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সুন্নতে খতনা অনুষ্ঠানের ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের খাঞ্জাপুর ও ধোপাকান্দি গ্রামের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার রাতে ধোপাকান্দি গ্রামের ইনান শেখের বাড়িতে তার ছেলে আবুল আসাদ শেখের সুন্নতে খতনার অনুষ্ঠানে পাশের খাঞ্জাপুর গ্রামের পলাশ মোল্লার ছেলে নাজিম মোল্লা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। এ সময় ভিডিও ধারণ নিয়ে ইনান শেখের পরিবারের সদস্যদের সঙ্গে নাজিম মোল্লার কথাকাটাকাটি হয়।
এরই জের ধরে শনিবার সকালে ইনান শেখের বাড়ির লোকজন উজানী বাজারে গেলে খাঞ্জাপুর গ্রামের লোকজনের সঙ্গে পুনরায় বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
মারাত্মক আহতদের মধ্যে রয়েছেন ধোপাকান্দি গ্রামের লিটন শেখ (৩০), হিরন শেখ (২৮), আবুল হাসান শেখ (৫০), মিজানুর শেখ (৫৫) এবং খাঞ্জাপুর গ্রামের সাইফুল মোল্লা (৪৪) ও মাহাবুব মোল্লা (১৭)। আহত ব্যক্তিদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।