০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:০৬

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন অর রশিদ

বিএনপির লোগো ও মো. হারুন অর রশিদ  © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে চারটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৩৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, রাজবাড়ী-২ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. হারুন অর রশিদ হারুন।

উল্লেখ্য গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। সেদিন রাজবাড়ী-১ আসনের প্রার্থী ঘোষণা করা হলেও রাজবাড়ী-২ আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি। পরে ওই আসনের নাম আলাদাভাবে জানানো হবে বলে জানিয়েছিলেন মির্জা ফখরুল। এবার এই আসনটির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে দলটি।

রাজবাড়ী-২ আসনে মো. হারুন অর রশিদ হারুনকে প্রার্থিতা ঘোষণা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও লেখা পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন নেতাকর্মীরা। সেই সঙ্গে মিলেমিশে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার কথাও বলছেন তারা।