০৪ ডিসেম্বর ২০২৫, ১২:১০

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল

বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদ  © সংগৃহীত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদ। গতকাল বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক সংলগ্ন শাপলা চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদের সভাপতি শেখ আব্দুল কুদ্দুস। মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ।  

আরও পড়ুন: খালেদা জিয়ার জন্য কাল বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান সরকারের

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর  মোঃ জাকির হোসেন চৌধুরী। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ জালাল উদ্দিন, নির্বাহী সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মোঃ ওবায়দুল হক, ভাইস-চেয়ারম্যান, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি, মোঃ আনিস উর রহমান, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, মোঃ সারওয়ার হোসেন, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, আব্দুল্লাহিল মাসুদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি, অধ্যাপক আবুল কালাম আজাদ, যুগ্ম-মহাসচিব, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি ও সভাপতি, জিয়া পরিষদ ঢাকা মহানগর, মনোয়ারুল ইসলাম এনাম, যুগ্ম-মহাসচিব, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি, এম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদ, মিজানুর রহমান আকন, সভাপতি, বাংলাদেশ ব্যাংক সবুজ দল, জাকির হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ব্যাংক সবুজ দল, গিয়াস উদ্দিন আহমদ, দপ্তর সম্পাদক, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি, এ ছাড়াও বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও ঢাকা মহানগরীর বিভিন্ন থানার নেতৃবৃন্দ এবং সরকারী ও বেসরকারী ব্যাংকের জিয়া পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম জনাব আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ আল-আমীন মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বক্তৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত আরোগ্য কামনা করেন এবং সমগ্র দেশবাসীকে তার সুস্থতার জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান।

বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানটি সফলভাবে সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।