উড়ে এসে পড়ল কাপড়, মেট্রোরেল চলাচল বন্ধ
রাজধানীর শ্যাওড়াপাড়ায় বৈদ্যুতিক তারে উড়ে এসে কাপড় জড়িয়ে যাওয়ার কারণে ১৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টা ২২ মিনিট থেকে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। পরে লাইন থেকে কাপড় সরিয়ে ১২টা ৩৪ মিনিটে চালু হয় মেট্রোরেল।
বুধবার মেট্রোরেল পরিচালনা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে OCS এর উপর কাপড় পড়ায় উহা অপসারণের জন্য মেট্রোরেল চলাচল ১২:২২ মিনিট হতে বন্ধ করা হয়। এখন ট্রেন চালু হয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
এর আগে, রবিবার রাতে দুই কিশোর মেট্রোর ছাদে উঠে পড়লে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। তার আগে গত মঙ্গলবার মেট্রোরেলের লাইনের ওপর একটি ব্যাগ পড়ে থাকায় ২০ মিনিট বন্ধ রাখতে হয় এর চলাচল।