ঝালকাঠিতে একইসঙ্গে তিন নবজাতকের জন্ম, সুস্থ মা–শিশু
ঝালকাঠিতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একইসঙ্গে তিন নবজাতকের জন্ম দিয়েছেন এক প্রসূতি। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বিআইপি রোডস্থ মডেল ক্লিনিকে এই তিন শিশুর জন্ম হয়। নবজাতকদের মধ্যে দুইজন মেয়ে ও একজন ছেলে।
ক্লিনিকের ব্যবস্থাপক মো. সাইদুল ইসলাম জানান, প্রসূতি মা ও তিন নবজাতকই সম্পূর্ণ সুস্থ আছেন। জন্মের পরপরই শিশুদের নড়াচড়া, কান্না ও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক পাওয়া গেছে। তিন শিশুর ওজন ও উচ্চতাও স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে।
তিনি বলেন, প্রসূতি গৃহবধূকে শুরু থেকেই দক্ষ গাইনি চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। অন্তঃসত্ত্বা হওয়ার পর নিয়মিত চেকআপ করানো হয় এবং শুক্রবার সকালে তাকে মডেল ক্লিনিকে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিকেলে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন : হাসিনা-রেহানা-টিউলিপের বিরুদ্ধে মামলার রায় আজ
সন্ধ্যা ৭টার দিকে অধ্যাপক (গাইনী) ডা. খুরশিদ জাহান সফলভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন। একে একে তিন নবজাতককে নিরাপদে জন্ম দিতে সক্ষম হওয়ায় পরিবার ও ক্লিনিকের কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়।
ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, মডেল ক্লিনিকে এই প্রথম একসঙ্গে তিন নবজাতকের সফল জন্ম হলো। এ ঘটনায় পরিবার যেমন উচ্ছ্বসিত, তেমনি চিকিৎসক ও কর্মীরাও এ সফলতাকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন। প্রসূতি পরিবারের পক্ষ থেকে পরিচয় প্রকাশ না করলেও নবজাতকদের সুস্থতা ঝালকাঠি অঞ্চলে আনন্দ ও উদ্দীপনার খবর হিসেবে ছড়িয়ে পড়েছে।