৩০ নভেম্বর ২০২৫, ১৭:১০

রেলক্রসিংয়ে মোটরসাইকেল দাঁড়াতেই ট্রেনের ধাক্কা, প্রাণ গেল আরোহীর

নিহত জফির উদ্দিন  © সংগৃহীত

চট্টগ্রাম নগরের রৌফাবাদ এলাকায় কেডিএস কারখানার সামনে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জফির উদ্দিন (৫১) নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে ঘটে দুর্ঘটনাটি।

স্থানীয়রা জানান, গেটম্যান বাধা দেওয়ার আগেই মোটরসাইকেল নিয়ে রেললাইনে উঠে পড়েন জফির উদ্দিন। এ সময় হঠাৎ মোটরসাইকেলটি বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে দৌঁড়ে আসা ট্রেন তাঁকে ধাক্কা দিলে তিনি লাইন থেকে দূরে ছিটকে পড়েন। পরে আশপাশের লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জফির উদ্দিন আনোয়ারার বরুমচড়া ইউনিয়নের মোহাম্মদ আবদুল হক সওদাগরের ছেলে। বায়েজিদ বোস্তামী সড়কের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি। প্রতিদিন মোটরসাইকেলেই যাতায়াত করতেন।

নিহতের বড় ভাই মোহাম্মদ জসিম উদ্দিন আমজাদী বলেন, ‘অফিস থেকে ফিরতে গিয়েই আমার ভাইয়ের মৃত্যু হলো। বাসা ও কর্মস্থলের এত কাছে এমন দুর্ঘটনা, আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি।’