৩০ নভেম্বর ২০২৫, ০০:০০

বাউফলে ১১ একর জমির তরমুজ চারা নষ্ট করেছে দুর্বৃত্তরা

জাহাঙ্গীর বয়াতির তরমুজ চারার খেতের ঘটনা  © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

পটুয়াখালীর বাউফলে জাহাঙ্গীর বয়াতি (৫৫) নামের এক কৃষকের ১১ একর জমির প্রায় ২০ হাজার তরমুজের চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। 
  
এ ঘটনায় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। এর আগে, শুক্রবার (২৮নভেম্বর) দিবাগত রাতে কোনো একটি সময় কেশবপুর ইউনিয়নের চর মমিনপুর এলাকায় জাহাঙ্গীর বয়াতির তরমুজ চারার খেতে এ ঘটনা ঘটেছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, এ মৌসুমে জাহাঙ্গীর বয়াতি মোট ১৩ একর জমিতে তরমুজের চারা রোপণ করেন। চারা গাছগুলো বেশ ভালোভাবে বেড়েও উঠছিল। এরমধ্যে গতরাতে দুর্বৃত্তরা তার ১১ একর জমির চারা নষ্ট করে দেয়।

জাহাঙ্গীর বয়াতি বলেন, সকালে ক্ষেতের পরিচর্যা করতে গিয়ে দেখি সব চারা নষ্ট করে ফেলেছে। এতে আমার অর্থনৈতিক ক্ষতিতো হয়েছেই, আগামী তে ফসল ফলানোও দুশ্চিন্তার কারণ হয়ে গেছে। 

এ বিষয়ে বাউফল থানার ইন্সপেক্টর (তদন্ত) আতিকুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, খোঁজ খবর নেয়া হচ্ছে। দু্র্বৃত্বদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ভুক্তভোগী কৃষকের আবেদনের প্রেক্ষিতে উপজেলা কৃষি বিভাগ  তাকে সকল ধরনের সহযোগিতা করবে।