স্থানীয়দের তোপের মুখে নিয়োগ পরীক্ষা স্থগিত
স্থানীয়দের তোপের মুখে নওগাঁর মহাদেবপুরের উত্তরগ্রাম হাটখোলা দাখিল মাদ্রাসায় আয়া পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে। এর আগে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির স্ত্রীকে আয়া পদে নিয়োগ দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রামবাসীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিতের আবেদন জানান। এরপর শনিবার নিয়োগ বোর্ড গঠনের প্রস্তুতি নিলে স্থানীয়দের তোপের মুখে সেটা স্থগিত ঘোষণা করেন ডিজির প্রতিনিধি।
অভিযোগ সূত্রে জানা যায়, নিয়োগ প্রক্রিয়ার আগেই ওই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম পলাশের স্ত্রী স্বপ্না খানমকে আয়া পদে নিয়োগ দেওয়ার জন্য নির্বাচিন করা হয়েছে। এখানে ৮ লাখ টাকা লেনদেন করেছে সভাপতি পলাশ। এখন শুধু লোকদেখানো আনুষ্ঠানিকতা বাকি ছিল। স্বপ্না খানমকে পরীক্ষায় জেতানোর জন্য সভাপতির আত্মীয় মিম আকতার ও পান্না আকতারকে ডামি প্রার্থী হিসেবে রাখা হয়েছিল।
স্থানীয়রা বলেন, তাদের পাতানো ছক মোতাবেক ডিজির প্রতিনিধি বিকেল তিনটার দিকে মাদরাসায় উপস্থিত হন। এরপর স্থানীয়দের চাপের মুখে পরে বিকেল চারটার দিকে নিয়োগ বোর্ড স্থগিত ঘোষণা করে তিনি চলে যান। এ সময় উৎসুক স্থানীয় হাজারো জনতা সেখানে ভিড় জমান।
এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার এনামুল হক বলেন, মাদরাসার নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটা বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও নিয়োগ বোর্ডের সদস্য শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের ক্ষোভের কারণে আজকের নিয়োগ বোর্ড স্থগিত ঘোষণা করেছে ডিজির প্রতিনিধি। পরবর্তী সময়ে ম্যানেজিং কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।