২৯ নভেম্বর ২০২৫, ১৭:০৪

নবীগঞ্জে পরিত্যক্ত বাগানবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার

মরদেহ ঘিরে উৎসুক জনতার ভিড়  © টিডিসি

‎হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামে শেখ সেলিমের পরিত্যক্ত বাগানবাড়ি থেকে নুরজ্জামান মিয়া (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে নবীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।

‎স্থানীয় সূত্র জানায়, সকালে গ্রামের কয়েকজন লোক বাগানে গেলে লাশটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। হঠাৎ এভাবে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, লাশটি চিত হয়ে পড়ে ছিল। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।