২৮ নভেম্বর ২০২৫, ১৬:৩৩

বাউল সন্দেহে পুরানা পল্টনে যুবককে গণপিটুনি

বাউল সন্দেহে যুবককে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা  © সংগৃহীত

ঢাকার পুরানা পল্টনে বাউল সন্দেহে এক যুবককে গণপিটুনির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে জুমার নামাজের পর পুরানা পল্টন কলেজের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবকের পরিচয় জানা যায়নি।

এর আগে জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সমাবেশ করে হেফাজতে ইসলাম। এ সময় আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের শাস্তির দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরী শাখার নেতা ফজলুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় নেতা শফিউল ইসলাম, কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, এ দেশে বিভিন্ন সময় আল্লাহ রাসুল (সা.) এবং ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করা হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয় না। যারা কটূক্তিকারীদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে, তাদের সমালোচনা করা হয়। যেসব বুদ্ধিজীবীরা কটূক্তিকারীদের পক্ষে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ। এখানে আল্লাহ ও রাসূলকে নিয়ে কটূক্তি করা হলে আমরা চুপচাপ বসে থাকব না।

তারা আরও বলেন, এ দেশের মানুষের দিন শুরু হয় আজানের ধ্বনিতে। মুসলমানের এই দেশে যদি আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করে, তাহলে তাকে জীবিত রাখা যাবে না। একজন ফাইভ পাস করা ব্যক্তি কিভাবে কোরআনের তাফসীর করার ধৃষ্টতা দেখায়? আবুল সরকার যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের পর আর কেউ মুসলমান থাকতে পারে না। সুতরাং আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।