২৬ নভেম্বর ২০২৫, ০৫:০৯

শিয়ালের কামড়ে শিশুসহ আহত ১০

ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  © সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালীতে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 

গতকাল মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উদাখালী ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী। গত সোমবার বিকেলে উদাখালী ইউনিয়নের সরকারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানান, উপজেলার সরকারপাড়া এলাকায় সোমবার বিকেলে একটি শিয়াল হঠাৎ ঢুকে পড়ে।

তাড়ানোর চেষ্টা করা হলে শিয়ালটি ওই গ্রামের ওমর ফারুক (৪৫), আব্দুর রশিদ (৫০), সাহিদা বেগম (৪৩), মুক্তা খাতুন (২২), মামুনী খাতুন (২২), ফেন্সি বেগম (৫৫), আলেয়া বেগম (৬০), টুকটুকি খাতুনসহ (৮) অন্তত ১০ জনকে কামড়ে আহত করে।

আহতদের চিৎকারে আশপাশের লোকজন এসে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে। আহতদের ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, শিয়ালের কামড়ে আহত প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।