২৫ নভেম্বর ২০২৫, ২১:৫৯

লেভেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ পিকআপের ইঞ্জিন বন্ধ, অতঃপর...

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ  © টিডিসি

পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামের মিরসরাইয়ে রেললাইন পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে আটকে পড়া পিকআপ ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। 

জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার নিজামপুর রেলস্টেশনের উত্তর পাশে অবৈধ লেভেল ক্রসিংয়ে পিকআপ পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে আটকে যায়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন পিকআপকে ধাক্কা দিলে ১৫ থেকে ২০ গজ দূরে রেললাইনের পাশে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। প্রায় ৪০ মিনিট পর পুনরায় ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির  ইনচার্জ আশরাফ সিদ্দীকি জানান, মঙ্গলবার বিকেলে সীতাকুন্ড  রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন নিজামপুর এলাকায় (চট্টগ্রাম-ন ১১-৭৫৩৪) নম্বরের একটি পিকআপ অবৈধ রেল ক্রসিং পার হওয়ার সময় পিকআপের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এরপর ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন পিকআপকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও এখন চলাচল স্বাভাবিক রয়েছে।