লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন বিতরণ
পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দিতে লালমনিরহাট জেলা শহরের মিশন মোড় এলাকায় অবস্থিত শিবরাম আদর্শ পাবলিক স্কুল শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। একই সঙ্গে হামদ, নাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কোরআন শিক্ষা আসরের তৃতীয় ও চতুর্থ ব্যাচের ৪০ শিক্ষার্থীর হাতে কোরআন মাজিদ তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের সভাপতি আমিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মমিনুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও তরুণ বক্তা হাফেজ মাওলানা গোলাম মোস্তফা।
হাফেজ মাওলানা গোলাম মোস্তফা বলেন, শিবরাম আদর্শ পাবলিক স্কুলের উদ্যোগ লালমনিরহাটে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। একটি বিদ্যালয় থেকে একঝাঁক শিক্ষার্থীকে ‘কোরআনের পাখি’ হিসেবে গড়ে তোলা সত্যিই প্রশংসার যোগ্য কাজ।
তিনি আরও বলেন, পবিত্র কোরআন কেবল পাঠের বিষয় নয়, এটি মানবজীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। শৈশবেই কোরআন শিক্ষা গ্রহণের মাধ্যমে শিশুদের অন্তরে আল্লাহর নূর বিকশিত হয়। সমাজে ন্যায়, শান্তি ও মানবিকতার ভিত্তি স্থাপনে কোরআন শিক্ষার বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুরুন নবী। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরবি শিক্ষক ওস্তাদ মো. আব্দুর রহিম।
এ সময় আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ, সহকারী শিক্ষক মাইদুল ইসলামসহ অনেকে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, বাংলার পাশাপাশি ইংরেজি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই বিদ্যালয়ে। একই সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি গড়ে তোলা হয়। বিশেষ আরবি শিক্ষা কার্যক্রমের ফলে শিক্ষার্থীরা অল্প বয়সেই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে সক্ষম হচ্ছে।
জানা যায়, শিক্ষার্থীদের হাতের লেখার সামঞ্জস্যতা ও সৌন্দর্যও বিদ্যালয়ের বিশেষ অর্জন, যা দিন দিন শিল্পের পর্যায়ে পৌঁছে যাচ্ছে।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সুন্দর ভবিষ্যৎ ও কোরআনের আলোয় পথচলার প্রত্যাশায় দোয়া ও মোনাজাত করা হয়।