পাবনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় হাফিজুল প্রামানিক (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের চাটমোহর উপজেলার ডেঙ্গার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুল ভাঙ্গুড়া উপজেলার মসজিদপাড়া এলাকার সাবের প্রামাণিকের ছেলে। তার পড়নে রয়েছে জিনস প্যান্ট ও সাদা চেক শার্ট।
স্থানীয় বাসিন্দা সুত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে সিল্কসিটি ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ডেঙ্গার ব্রিজ এলাকায় ওই যুবক রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ধাক্কা লেগে ছিটকে পড়েন। এতে ওই যুবক মাথা, মুখমণ্ডল থেকে শুরু করে শরীরের বিভিন্ন জায়গা রক্তাক্ত জখম হলে পুলিশে খবর দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী আমিরুল ইসলাম বলেন, রেললাইনের পাশে একজন মানুষকে পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেই। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তখনও হাফিজুল জীবিত ছিলেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই সিরাজগঞ্জ জিআরপি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ‘আমরা ইতোমধ্যে চাটমোহরে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনাটি তদন্তে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে।’