২০ নভেম্বর ২০২৫, ২০:৫২

মিরসরাইয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

সুমন দাস  © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সুমন দাস (২৮)। তিনি মৃগী রোগী ছিলেন। সুমন দাস উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর হাইতকান্দি এলাকার দিরেন্দ্র ডাক্তার বাড়ির কৃষ্ণ ধন দাশের ছেলে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উত্তর হাইতকান্দি এলাকার দিরেন্দ্র ডাক্তারবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সুমনের স্বজন রাজি লব চন্দ্র দাস বলেন, ‘আমার কাকাতো ভাই সুমন দাস বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুকুরে হাত-মুখ ধোয়ার জন্য  গিয়ে পানিতে ডুবে যায়। তার কিছুক্ষণ পর বাড়ির সদস্যরা গোসল করার জন্য পুকুরে নামলে পানির তার শরীর লাগে। পুকুর থেকে তুলে স্থানীয় পল্লী চিকিৎসককে দেখালে মৃত ঘোষণা করেন।’

রাজিব আরও বলেন, ‘সুমন মৃগী রোগে আক্রান্ত ছিল। প্রায় সময় এই রোগ উঠে। বৃহস্পতিবার বিকালে তার সৎকার কার্য সম্পূর্ণ হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করেছেন হাইতকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রনজিত বড়ুয়া। তিনি বলেন, ‘আমার ওয়ার্ডের সুমন দাস এক যুবক পানিতে ডুবে মারা গেছে। শুনে খুব খারাপ লাগছে।’