ভোলা-বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন
ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার চরফ্যাশনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। শশীভূষণ মানবিক হেল্প সেলফ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ফ্যাশন স্কয়ার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচির শুরুতে ফ্যাশন স্কয়ার থেকে একটি র্যালি বের হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভে রূপ নেয়। শশীভূষণ মানবিক হেল্প সেলফ শাখার সভাপতি মো. বেল্লাল মাস্টারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মালতিয়া, মাদ্রাসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখর উদ্দিন শাহীন মালতিয়া এবং শশীভূষণ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান শাহীন।
বক্তারা বলেন, ভোলায় প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও জেলাটি আজও বিচ্ছিন্ন ও অবহেলিত। চিকিৎসা সুবিধার অভাবে বহু মানুষ প্রাণ হারায়, শিক্ষা-স্বাস্থ্যসহ মৌলিক অধিকারে পিছিয়ে রয়েছে জেলার প্রায় ২২ লাখ মানুষ। এসব সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবি তুলে ধরেন তারা।
বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দাবি উপেক্ষিত হলে ভোলা থেকে গ্যাস সরবরাহ বন্ধসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।