১৮ নভেম্বর ২০২৫, ১৮:২৬

কক্সবাজারের উখিয়ায় বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির মৃত্যু

বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে মারা যাওয়া হাতি  © টিডিসি

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে স্থাপন করা বৈদ্যুতিক ফাঁদে একটি পূর্ণবয়স্ক বন্য হাতির মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম খয়রাতি রমজান আলী ঘোনা এলাকার একটি কৃষিজমি থেকে হাতিটির মৃতদেহ উদ্ধার করে বন বিভাগ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে স্থানীয়রা জমিতে হাতির মৃতদেহ দেখতে পেয়ে বিষয়টি বন বিভাগকে জানায়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং মৃত্যুর সঠিক কারণ জানতে প্রাথমিক তদন্ত শুরু করেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, হাতিটির মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে এর মৃত্যু হলো তা জানতে তদন্ত চলছে।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে পাহাড়ি এলাকা ও বসতবাড়ির সীমান্তে বন্য হাতির চলাচল বেড়ে যাওয়ায় কৃষকেরা ফসল রক্ষায় অবৈধভাবে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করছেন। এতে শুধু হাতিই নয়, অন্যান্য বন্য প্রাণীও ঝুঁকির মুখে পড়ছে।

দুছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনি বলেন,  ধানক্ষেত ও কলাবাগান রক্ষায় বৈদ্যুতিক জাল ব্যবহার করছেন কিছু কৃষক। এসব জালে আটকে হাতির মৃত্যু ঘটছে।

স্থানীয় পল্লী চিকিৎসক মো. ইউনুছও একই তথ্য দিয়ে বলেন, ফসল রক্ষায় বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ পাতা হচ্ছে, আর তাতেই বন্যপ্রাণীর ক্ষতি হচ্ছে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে উখিয়া ও টেকনাফ এলাকায় মোট পাঁচটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বন্য প্রাণী রক্ষায় অবৈধ ফাঁদ সম্পূর্ণভাবে তুলে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বন বিভাগ।