১৮ নভেম্বর ২০২৫, ১৭:৫৮
ফুটবলার আরিফের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন
জাতীয় ফুটবলার আরিফসহ নেত্রকোনার কেন্দুয়ার কয়েকজন খেলোয়াড়ের ওপর হামলার প্রতিবাদে কেন্দুয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের জনতার ব্যানারে এ কর্মসূচি হয়।
মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও খেলোয়াড়রা বক্তব্য দেন। পরে বিক্ষুব্ধ জনতা পুরাতন বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের আশ্বাসে আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেন।
গত ১৫ অক্টোবর জেলা প্রশাসক গোল্ডকাপ ফাইনালে কেন্দুয়ার জাতীয় খেলোয়াড় আরিফ, তার ভাই রবিনসহ কয়েকজনের ওপর হামলা হলে তারা গুরুতর আহত হন এবং ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন।