১৫ নভেম্বর ২০২৫, ২১:৪৪

৫৪ বছর পর নিজস্ব কার্যালয় পেল ফুলবাড়ীয়া প্রেসক্লাব

নবনির্মিত কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এবং ইউএনও মো. আরিফুল ইসলাম  © টিডিসি

দীর্ঘ ৫৪ বছরের অপেক্ষার পর অবশেষে নিজস্ব কার্যালয় পেল ময়মনসিংহের ফুলবাড়ীয়া প্রেসক্লাব। বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধনের মাধ্যমে সাংবাদিক মহলে তৈরি হয় আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ। নতুন কার্যালয়ের যাত্রা স্থানীয় সংবাদকর্মীদের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভার্চুয়ালি কার্যালয়টির উদ্বোধন ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম। 

ফুলবাড়ীয়া পোস্ট অফিস রোডে নবনির্মিত কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান,মডেল মসজিদের ইমাম মাওলানা আশরাফুল আলম, প্রেসক্লাব সহ-সভাপতি আবুল কালাম, নজরুল ইসলাম খান, সাংবাদিক রফিক আহমেদ মিঠু, নূরুল ইসলাম খান, মো. রফিকুল ইসলাম, শামীম আহমেদ নীলু, অ্যাডভোকেট হাবিবুল্লাহ, আসাদুজ্জামান, আল-এমরান, আশরাফুল ইসলাম, আল-আমিন, হেলাল উদ্দিন উজ্জ্বল,শহিদুল ইসলামসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য এবং স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

ইউএনও মো. আরিফুল ইসলাম প্রধান অতিথির পক্ষে উদ্বোধনী ফলক উন্মোচন করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আলোচনা সভায় ইউএনও বলেন, ৫৪ বছর পর সাংবাদিক নেতাদের ঐক্যবদ্ধ হয়ে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠা করা সত্যিই একটি মাইলফলক। এটি শুধু আনন্দের দিনই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অনুকরণীয় উদাহরণ। সবাইকে ঐক্য বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমানুষের কল্যাণে কাজ করতে হবে।