নিষেধাজ্ঞার মধ্যে নাফাখুমে গিয়ে পা পিছলে নিখোঁজ ১ পর্যটক
বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ঝরনা এলাকায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ঢাকা থেকে ১৭ জন পর্যটক ভ্রমণে গিয়েছিলেন। এ সময় পা পিছলে পড়ে নিখোঁজ হয়েছেন মো. ইকবাল হোসেন (২৫)। তিনি ঢাকা ডেমরা থানার সারুলিয়া, রসুলনগর গোপ দক্ষিণ গ্রামের বাসিন্দা।
জানা গেছে, শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে ইকবাল তার সফরসঙ্গীদের সঙ্গে নাফাখুম জলপ্রপাতে যান। সেখানে পা পিছলে তিনি পানিতে তলিয়ে যান এবং তখন থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় যুবক লুমেন খুমী জানান, ঘটনাস্থলে পর্যটকদের সঙ্গে স্থানীয় কোনো গাইড ছিল না।
ঘটনার খবর পেয়ে থানচি থানার পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসসহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ও উদ্ধারকারী দল সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।‘
ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জয় চন্দ্র দাস জানান, ফায়ার লিডার তরুণ জ্যোতি বড়ুয়ার নেতৃত্বে উদ্ধার তৎপরতা চলছে।
এ বিষয়ে থানচি উপজেলা প্রশাসন জানিয়েছে, নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য সকল সহযোগিতা প্রদান করা হচ্ছে। এখন পর্যন্ত উদ্ধার তৎপরতার কোনো সফল খবর পাওয়া যায়নি।