১৪ নভেম্বর ২০২৫, ১৮:৩৩
গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ
জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে শহরের গেটপাড়া এলাকা থেকে জেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি গেটপাড়া থেকে শুরু হয়ে কবরস্থান মোড়, সদর থানা এলাকা ও চৌরঙ্গী মোড় ঘুরে পুরাতন লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি অনতিবিলম্বে সরকারকে মেনে নিতে হবে। অন্যথায় জামায়াতে ইসলামী আরও কঠোর আন্দোলনের পথে নামবে বলেও তারা হুঁশিয়ারি দেন।