১৪ নভেম্বর ২০২৫, ১৬:০৯
যোগদানের এক মাসের মাথায় চাঁপাইনবাবগঞ্জের ডিসি বদলি, নতুন দায়িত্বে শাহাদাত হোসেন
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদানের এক মাসের মাথায় মোহাম্মদ সোলায়মানকে পরিকল্পনা বিভাগের উপসচিব হিসেবে বদলি করেছে সরকার। একই সাথে নতুন ডিসি হিসেবে মো. শাহাদাত হোসেন মাসুদকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নেত্রকোনা, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
জানা গেছে, শাহাদাত হোসেন মাসুদ বর্তমানে অর্থ বিভাগে উপ-সচিব হিসেবে কর্মরত আছেন। এর আগে গত ১৫ অক্টোবর মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।