প্রেমিকাকে ভিডিও কলে রেখে তরুণের আত্মহত্যা
কক্সবাজার শহরের কলাতলীর হোটেল ওয়ার্ল্ড বীচে এক তরুণের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হোটেলটির ৫০৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম সৌরভ, তিনি সিলেট পৌরসভার বাসিন্দা বলে জানা গেছে।
জানা যায়, গত ১০ নভেম্বর (সোমবার) সৌরভসহ পাঁচ বন্ধু মিলে বেড়াতে আসেন কক্সবাজারে। সকালে কলাতলী পৌঁছে তারা হোটেল ওয়ার্ল্ড বীচের ৫০৭ নম্বর কক্ষটি ভাড়া নেন।
দুই দিন থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যায় অন্যান্য বন্ধুরা বাইরে অবস্থান করছিলেন। এসময় প্রেমিকার সঙ্গে অভিমান করে সৌরভ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
দীর্ঘ সময় কক্ষটি বন্ধ দেখে বন্ধুরা ফিরে এসে দরজা খুলে সৌরভকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘বন্ধুরা জানিয়েছে, গত দুই দিন ধরে সৌরভ ও তার প্রেমিকা শিপুর মধ্যে মনোমালিন্য চলছিল। কথাকাটাকাটির এক পর্যায়ে ভিডিও কলের মধ্যেই সৌরভ আত্মহত্যা করে।’
নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।