বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল
নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ও দেশের বিভিন্ন স্থানে নাশকতার প্রতিবাদে বাগেরহাটে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের আলিফ চত্বর এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আলিফ চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারীরা হাতে মশাল নিয়ে ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’; ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’; ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি।
মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক এস এম সাদ্দাম, সদস্যসচিব আজরিন আরাবি নওরীন, যুগ্ম সদস্যসচিব শেখ বাদশা, গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্যসচিব মো. আব্দুল্লাহ আল রুমান ও আপ বাংলাদেশের সদস্য সচিব হেলাল উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সমাপনী সমাবেশে বক্তারা বলেন, ‘দেশে যারা নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনের নামে অরাজকতা সৃষ্টি করছে, তারা গণবিরোধী ও দেশবিরোধী শক্তি। তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে। পলাতক নেতাদের কথায় কোনো নিরীহ আওয়ামী লীগ যেন ঝাঁপিয়ে না পড়ে ঝাঁপিয়ে পড়লে বাংলাদেশের মানুষ তাদের পাওনা বুঝিয়ে দেবে। যারা আমাদের দুই হাজার ভাই-বোনকে শহীদ করেছে, তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশের নেই।’
এ সময় বক্তারা দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ ও প্রগতিশীল রাজনীতি চর্চার মাধ্যমে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আহ্বান জানান।