১২ নভেম্বর ২০২৫, ১৭:৫৩

মালয়েশিয়ায় উচ্চশিক্ষায় গিয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দ্বীপ না ফেরার দেশে

মৃত্যুর আগের দিন এই ছবি পোস্ট করেছিলেন দ্বীপ  © সংগৃহীত ও সম্পাদিত

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাস দ্বীপ। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির এক মাস না পুরাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। আজ বুধবার  (১২ নভেম্বর) ভোরে ৫টার দেশটির একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মঙ্গলবার দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

হবিগঞ্জের মাধবপুরের মন্ডলকাপন পটিজুড়ি গ্রামের দিব্যজিত দাসের ছেলে দ্বীপ সিলেট নগরীর গোপালটিলা এলাকায় পরিবারসহ বসবাস করতেন। সিলেটের স্থানীয় ভাষায় কন্টেন্ট তৈরি করে জনপ্রিয় হন তিনি। গত ১৩ অক্টোবর স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি।

পারিবারিক সূত্র জানায়, হোস্টেলে হঠাৎ শরীর খারাপ হলে তার সহপাঠীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে দ্বীপ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইতোমধ্যে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার মরদেহ দেশে নিয়ে আসার প্রস্তুতি চলছে।

ফানি কন্টেট তৈরির সুবাদে অল্প সময়েই বেশ জনপ্রিয় হয়ে উঠেন দ্বীপ। ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার বিশাল ফ্যান-ফলোয়ার রয়েছে। তার মৃত্যুতে সিলেটের সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।