০৫ নভেম্বর ২০২৫, ১৭:১৯
নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. রাজন মিয়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৫ নভেম্বর) দুপুরে সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. রাজন মিয়া ওই এলাকার মো. তারা মিয়ার ছেলে।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার একটি মামলায় মো. রাজন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।