০৪ নভেম্বর ২০২৫, ১৮:২১

ফ্যাসিস্ট হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: মাহফুজ আলম

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম  © টিডিসি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করব। আমরা বিচারের কাজ শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে এবং একটা রায় পাব। এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘এই রায় আমাদের শহীদ যারা হয়েছে, তাদের পরিবারের একটা ব্যথার উপশম হবে। তারা কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন। এরই সঙ্গে অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। ট্রাইব্যুনাল একটিভ আছে। আশা করি যে যারা যেখানে আমাদের ছাত্র-জনতাকে হত্যা এবং খুনের সঙ্গে জড়িত ছিলেন, গুমের সঙ্গে যারা জড়িত ছিলেন, জুডিশিয়াল কিলিংয়ের সঙ্গে জড়িত ছিলেন সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এ বিচারের কার্যক্রম এগিয়ে নেবেন।’

তিনি বলেন, ‘সংস্কারের কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। আপনার জানেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে একটা সনদের স্বাক্ষর করেছে এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটি প্রাপ্তি। সব রাজনৈতিক দল মতভিন্নতা সত্বেও একটা ডকুমেন্টে, একটা দলিলে সবাই মিলে সর্বসম্মত হয়েছে এবং এর ভেতর দিয়ে আসলে বাংলাদেশ একটা নতুন পর্বে রওনা হলো।’

এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল বারী, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরসহ রামগঞ্জের সর্বস্তরের সুধীবৃন্দ। পরে প্রধান অতিথি রামগঞ্জের শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের অনুদান প্রদান করেন এবং দুপুরে রামগঞ্জের প্রয়াত এমপি সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে যোগদান করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম পিন্টু, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাষ্টার আবুল হোসেন,ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, উপদেষ্টার বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা ও বড় ভাই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমসহ অনেকে।