খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নে খালার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে নুরী জান্নাত (১০) ও মো. হাসান (৮) নামের দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ইউনিয়নের কইড়ার পাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত নুরী জান্নাত ও হাসান টৈটং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৌলভী হাছানের জুম এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরুল আমিনের সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, তারা দুজনই তাদের মায়ের সঙ্গে খালার বাড়িতে বেড়াতে এসেছিল। সকাল থেকে খালার বাড়ির উঠানে আত্মীয়স্বজনদের সঙ্গে খেলাধুলা করছিল তারা। দুপুরে খাওয়া শেষ করে আবার খেলতে নামে। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় তারা।
অনেকক্ষণ তাদের দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে ভাসমান অবস্থায় দুই শিশুকে দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।
দুই নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক দৃশ্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টৈটং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হক বলেন, ‘ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। শিশুরা বেড়াতে এসে এমন পরিণতির শিকার হবে, তা কেউ ভাবতেই পারেনি। পরিবারের প্রতি আমাদের সহানুভূতি জানাই।’