০২ নভেম্বর ২০২৫, ১৭:০৬

ছাত্রদল মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে বিশ্বাসী: এ্যানি

নবীববরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী  © টিডিসি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ছাত্রদল মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে বিশ্বাসী একটি সংগঠন। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে তারা সব সময় অগ্রণী ভূমিকা রেখেছে।

রবিবার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্রদল রাজপথে থেকে আন্দোলন করেছে। জুলাই আন্দোলনে তারা সাহসী ভূমিকা রেখেছে। সে আন্দোলনে ছাত্রদলের ১৪৮ জন কর্মী শহীদ হয়েছেন।

তিনি  বলেন, একটি ছাত্র সংগঠন অতীতে ‘হেলমেট বাহিনী’ নামে পরিচিত ছিল। তারা সাধারণ শিক্ষার্থীদের মতামতকে উপেক্ষা করে রাজনীতি করেছে। কিন্তু ছাত্রদল অতীতেও সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে রাজনীতি করেছে, ভবিষ্যতেও করবে।

বিএনপির এই নেতা বলেন, বর্তমান ‘জেন জি’ প্রজন্মের ছাত্র সমাজের চিন্তাধারা ও মতামতকে প্রাধান্য দিয়েই ছাত্রদল রাজনীতি করবে। তিনি বলেন, “ছাত্রদলের অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি ছাত্রদলকে পর্যবেক্ষণ করছেন।”

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্যসচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান হাছিব, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূঁইয়া বক্তব্য দেন।