০২ নভেম্বর ২০২৫, ১১:১৭
১০৪ বছর বয়সে চলে গেলেন প্রবীণ সংবাদপত্র এজেন্ট আনোয়ার হোসেন
গাজীপুর জেলার প্রবীণ সংবাদপত্র এজেন্ট ও টঙ্গীর পাগাড় আটারকল এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন আর নেই। শনিবার (১ নভেম্বর) রাতে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪ বছর।
পাকিস্তান আমলের শুরু থেকে আনোয়ার হোসেন গাজীপুর ও উত্তরা ক্যান্টনমেন্টসহ আশপাশের এলাকায় দৈনিক পত্রিকা সরবরাহের দায়িত্ব পালন করে আসছিলেন। দেশের প্রায় সব জাতীয় দৈনিক পত্রিকার তিনি ছিলেন এজেন্ট। দীর্ঘ সময় ধরে সংবাদপত্র সরবরাহে তার অবদান স্থানীয় মহলে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছে।
তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি তিন পুত্র ও তিন কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (২ নভেম্বর) বাদ জোহর টঙ্গী পাগাড় নিজ বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।