০১ নভেম্বর ২০২৫, ১১:৪৭

প্রেমিকের বাড়িতে ১১ দিন ধরে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অবস্থান

পীরগাছা থানা  © সংগৃহীত

রংপুরের পীরগাছার ইটাকুমারী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১১ দিন ধরে অবস্থান করছেন কলেজ ছাত্রী সুমনা আক্তার (১৭)। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাসনা গ্রামের ইনসান আলী মন্ডলের মেয়ে সুমনা আক্তারের সঙ্গে ইটাকুমারী পূর্বপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলীফ আহমেদ (২১) এর প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২১ অক্টোবর কলেজে অবস্থানকালে আলীফ বিয়ের কথা বলে সুমনাকে নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু বিষয়টি জানাজানি হলে আলীফের বাবা-মা বকাঝকা করে কৌশলে আলীফ কে বাড়ি থেকে বের করে দেন। এরপর থেকেই মেয়েটি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতেই অবস্থান করছেন।

স্থানীয় ইউপি সদস্য আ. মজিদসহ মহত প্রধানরা বিষয়টি নিয়ে একাধিক সালিশ বৈঠক করলেও কোনো সমাধান মেলেনি। স্থানীয়দের অভিযোগ, সালিশকারীরা মেয়ের পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেছিলেন, যা না পেয়ে মেয়ের পক্ষে অবস্থান নেননি। এমনকি ছেলেকে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগও উঠেছে মহত প্রধানদের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগীর বাবা ইনসান আলী পাঁচজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী সুমন আক্তার বলেন, ‘আলীফ আহমেদ বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। আমার অজান্তে সে সময়ের গোপনে ভিডিও ধারণ করে রেখেছে এবং এখন হুমকি দিচ্ছে,আমি যদি তার বাড়ি ছেড়ে না যাই তাহলে ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেবে।‘

অভিযুক্ত আলীফ আহমেদের মোবাইল ফোনে একাধিক বার ফোন করলে তাহার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। মোবাইল ফোনটি বন্ধ থাকায় কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান,অভিযোগ পেয়েছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।