৩১ অক্টোবর ২০২৫, ২২:২৭

বরগুনায় মহাকাশ নিয়ে বিজ্ঞান বিতর্কের উত্তাপ

সার্কিট হাউস মাঠে দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস  © টিডিসি

বরগুনায় জানা-অজানা মহাকাশের রহস্য নিয়ে শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ ‘মহাকাশ ক্যাম্প ২০২৫’ ও বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বরগুনা সায়েন্স সোসাইটির আয়োজনে সার্কিট হাউস মাঠে দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। আগামী ১ নভেম্বর রাত ১০টা পর্যন্ত চলবে ক্যাম্পটি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারিক বিন আনসারী সুমন এবং শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বী। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও সায়েন্স সোসাইটির উপদেষ্টা অ্যাডভোকেট সোহেল হাফিজ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর মাসুদুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন আর রশিদ রিংকু, সাংবাদিক মহিউদ্দিন অপুসহ তরুণ স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীরা।

স্বেচ্ছাসেবীদের উদ্যোগে সাজানো এই ক্যাম্প ইতিমধ্যেই জাতীয় পর্যায়ে সাড়া ফেলেছে। দুই দিনব্যাপী উৎসবে রয়েছে টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণ, ফোর-ডি মুভি শো, ভিআর শো, উল্কাপাত পর্যবেক্ষণ, বিজ্ঞান বিতর্ক, স্পেস অলিম্পিয়াড ও কুইজসহ নানা আয়োজন।

আয়োজকেরা জানান, উপকূলীয় ছোট শহর বরগুনা থেকে তরুণরা এখন মহাকাশবিজ্ঞান নিয়ে আগ্রহী হচ্ছে, এটাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এবারের ক্যাম্পে অংশ নিচ্ছে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব, যশোর জেসিবি সায়েন্স ক্লাব, গ্লোব ওয়াইজ বাংলাদেশ, জেনারেল সায়েন্স অলিম্পিয়াডসহ দেশের নানা প্রান্তের বিজ্ঞান সংগঠন যোগ দিয়েছে এই আয়োজনে।

বিজ্ঞান বিতর্কের গ্রুমার সুবাহ তাবাসসুম ঐশী বলেন, ‘আমাদের প্রজন্ম শুধু পাঠ্যবইয়ের বিজ্ঞান নয়, বাস্তব বিজ্ঞান নিয়েও ভাবতে চায়। এই বিতর্কের মাধ্যমে অংশগ্রহণকারীরা মহাকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয়ে যুক্তির আলোচনায় অংশ নিতে পারছে।’

বরগুনা সায়েন্স সোসাইটির সভাপতি আকিল আহমেদ বলেন, ‘মহাকাশ শুরু থেকেই আমাদের কাছে রহস্যময়। ছোটবেলায় মনে হতো চাঁদ আমার সঙ্গে সঙ্গে হাঁটে। সেই কৌতূহল থেকেই আজকের এই মহাকাশ ক্যাম্প। দেশের তরুণরা বিজ্ঞানমনস্ক হয়ে উঠছে—এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।’